• Call Us+8801646236823
  • Login

২৯-০৬ তারিখ পূজার বন্ধ

গার্ডেন ভিউ ন্যাশনাল একাডেমী'র সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের জানানো যাচ্ছে যে,আগামী ২৯সেপ্টেম্বর ২০২৫ থেকে ০৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত ফাতেহা -ই -ইয়াজদাহম, দুর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা, লক্ষীপূজা উপলক্ষে বিদ্যালয়ের ক্লাস কার্যক্রম বন্ধ থাকিবে।
অফিস কার্যক্রম চালু থাকিবে। 
আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৫ ইং২য় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবেএবং শুধুমাত্র চলতি সপ্তাহের প্রতিদিন পরীক্ষার খাতা পর্যবেক্ষণ করার সুযোগ থাকবে। অভিভাবক এসে খাতা দেখতে পারবেন, বাসায় নেয়ার/পাঠানোর সুযোগ থাকবে না। 
বি দ্র:অক্টোবরের বেতন সহ বকেয়া পরিশোধ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।